Councilor Murder: কাউন্সিলরকে খুন করে হোগলা বনে লুকিয়ে ছিল অভিযুক্ত, গ্রেফতারের পর কী জানাল পুলিশ

উত্তর ২৪ পরগণার পানিহাটির তৃণমীল কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় গ্রেফতর করা হল শম্ভুনাথ পন্ডিত নামের এক দুষ্কৃতিকে।

Crime Scene. (Photo Credits: Twitter)

উত্তর ২৪ পরগণার পানিহাটির (Panihati) তৃণমীল কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta) খুনের ঘটনায় গ্রেফতর করা হল শম্ভুনাথ পন্ডিত (Sambhunath Pandit নামের এক দুষ্কৃতিকে। বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় কাউন্সিলরকে পিছন থেকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলের কাছের এক জায়গা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সব দিক থেকে খতিয়ে দেখে তদন্ত করছে বলেও তিনি জানান। কাউন্সিলরকে খুনের পর অভিযুক্ত শম্ভুনাথ হোগলা বনে লুকিয়ে ছিলেন। আরও পড়ুন:  পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে জেলে গৃহশিক্ষক

দেখুন টুইট

এরপর স্থানীয়রা সেখানে আগুন লাগিয়ে দিলে, বাঁচতে সেখান থেকে বেরিয়ে এলে তাকে ধরে ফেলে খড়দহ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শম্ভুনাথ একজন সুপারি কিলার বলে জানা গিয়েছে। কে বা কারা তাকে খুনের সুপারি দিয়েছে তা জানা যায়নি।

দেখুন টুইট