Ganga Bhangon Video: শ্রীকান্ত টোলার পর ভাঙছে মুলীরাম টোলা, গঙ্গার জল হাঁ করে গিলছে মানুষের বাড়ি, ঘর, শেষ স্বপ্ন, দেখুন ভিডিয়ো
বর্ষার (Rain) মরশুমে গঙ্গার ভাঙন যেন থামছে না। মালদার বেশ কয়েকটি গ্রামও এবার ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের জেরে জেরবার হতে শুরু করেছে মালদার গ্রামগুলি। যার মধ্যে অন্যতম শ্রীকান্ত টোলা (Srikanto Tola), মুলীরাম টোলা (Muliram Tola)। শ্রীকান্ত টোলার পরিস্থিতি যে অত্যন্ত খারাপ, তা জুলাইয়ের প্রথম থেকেই চোখে পড়তে শুরু করেছে। শ্রীকান্ত টোলায় একের পর এক বাড়ি ভেঙে পড়ে। জলের (Ganga River) স্রোতের তোড়ে শ্রীকান্ত টোলা প্রায় ধ্বংসের মুখে। মানুষ বাড়ি, ঘর ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। গঙ্গা সেখানে ভয়াভহ রূপ নিয়েছে। শ্রীকান্ত টোলার পর এবার মুলীরাম টোলা। মালদার এই গ্রামের পরিস্থিতিও অত্যন্ত বিপজ্জনক। বিহারের (Bihar) দিক থেকে গঙ্গা (Ganga Grabs Land) ভাঙতে ভাঙতে সেখানে যেমন নদী ঘর, বাড় গ্রাস করছে, মালদাতেও তা অব্যাহত। ফলে মুলীরাম টোলার মানুষ এবার ভয়ে ঘর, বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে শুরু করেছেন। ফলে মুলীরাম টোলার মানুষও জীবনের সর্বস্ব দিয়ে তৈরি করা বাড়ি নদী গর্ভে বিলীন হতে দেখে, চোখের জল মুছছেন।
আরও পড়ুন: Ganga Bhangon Video: গঙ্গার রাক্ষুসে ভাঙন, বাড়ি, ঘর সব তলিয়ে যাচ্ছে, অসহায় মানুষ দেখুন
দেখুন গঙ্গা কীভাবে গ্রাস করছে মুলীরাম টোলা গ্রামকে...
একের পর এক ভাঙন শুরু হয়েছে মুলীরাম টোলায়...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)