Digha Jagananth Temple: দিঘার জগন্নাথ মন্দিরে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দ্বারোদঘাটনের পর ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর
দিঘায় (Digha Jagannath Temple) জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হল অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya 2025)। এই শুভ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন। মন্দিরের দ্বারোদঘাটনের পর সেই ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখা যায়। মুখ্যমন্ত্রীর সোশ্যাল হ্যান্ডেলের তরফে দিঘার মন্দিরের ভিতরে যে বিগ্রহ রয়েছেন, তার ছবি প্রকাশ করা হয়। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সোমবারই দিঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মন্দির উদ্বোধনের আগে সবকিছু খতিয়ে দেখেন সেখানকার। এরপর মঙ্গলবার মন্দির চত্ত্বরে হোম, যজ্ঞ, পুজো হয়। সেই যজ্ঞের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে পুজো দেন। বুধবার সকাল থেকে শুরু হয় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পুজো অর্চনা। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে হয় মন্দিরের দ্বারোদঘাটন। যে অনুষ্ঠানে হাজির হন বাংলার বহু শিল্পী।
দেখুন জগন্নাথ মন্দিরের কয়েক ঝলক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)