SpaceX Starship: পরীক্ষা চলাকালীন মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ

আকাশে ওড়ার চার মিনিটের মধ্যেই ভেঙে পড়ে স্পেস এক্সের স্টারশিপ রকেট

photo credits (twiter)

স্পেস এক্সের স্টারশিপ রকেট পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ল মাঝ আকাশে। বৃহস্পতিবার টেক্সাসের কাছে সমুদ্রউপকূল থেকে উৎক্ষেপন করা হয় রকেটটি। এটিই এযাবৎ পর্যন্ত সব থেকে বড় মাপের রকেট বলে জানা গেছে। কিন্তু উৎক্ষেপনের কিছুক্ষনের মধ্যেই মাঝ আকাশে ভেঙে পড়ে বিশালাকায় রকেটটি।

মাস্কের পক্ষ থেকে আবার বেশ কয়েকমাসের মধ্যেই নতুন করে পরীক্ষা শুরু করা হবে বলে জানা গেছে।আকাশে ওড়ার চার মিনিটের মাথায় নিয়ন্ত্রন হারিয়ে যায় রকেটটির এবং তা ভেঙে পড়ে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ঘটনার তদন্ত করা হবে বলে জানা গেছে। কি কারনে রকেটটি মাঝ আকাশেই ভেঙে পড়ল তা খতিয়ে দেখতেই এই তদন্ত।