MusicLM: গান শোনার ক্ষেত্রে এআই টুলস 'মিউজিক এলএম' নিয়ে এল গুগল

নতুন এআই টুলসটি যে কোন লেখা দিয়ে গান তৈরি করতে সক্ষম

Google (Photo Credits: Pixabay)

গান শোনার জন্য এবার পেতে পারেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য। গুগল সম্প্রতি রিলিজ করেছে মিউজিক এলএম(MusicLM) নামের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। একটি টেক্টটে বিবরণ দিলেই তার ওপরেই গান তৈরি করে দেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এই এআই টুল।

অ্যান্ড্রয়েড বা আইওএসে টেস্ট কিচেন অ্যাপে পাওয়া যাবে এই নতুন অ্যাপটি। এছাড়া প্রজেক্ট গেমফেস নামের আরও একটি হ্যান্ডস ফ্রি মাউস এনেছে  সংস্থা। যার মাধ্যমে মাউসে হাত না দিয়েই মুখের ভঙ্গিমা এবং মাথা নাড়িয়েও পরিবর্তন করা যাবে মাউসের কার্সর। এছাড়া চোখের পাতা ফেলা বা ওঠানো এবং মুখ খোলার মাধ্যমেও সরানো যাবে মাউসের কার্সরকে।

জানুয়ারীতে  মিউজিক এলএম এর বিষয়ে প্রথম ঘোষণা করা হলেও বর্তমানে এই টুল এখন পৌছে গেছে প্লে স্টোরের অ্যাপে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now