Elon Musk To start 'TruthGPT: চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বীতায় এবার নতুন চ্য়াটবট আনছেন এলন মাস্ক

গত মাসে এক্স.এআই নামের একটি নাম রেজিস্ট্রার করেছেন মাস্ক।

Elon Musk (Photo Credits: Twitter)

ওপেন এআই এর চ্যাটবট চ্যাট জিপিটিকে (ChatGpt) চ্য়ালেঞ্জ জানাতে এবার প্রতিদ্বন্দ্বী আনতে চলেছেন এলন মাস্ক। নতুন এই চ্যাটবটের নাম তিনি দিয়েছে ট্রুথ জিপিটি (Truth Gpt)।

আর এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি গুগলের অ্যাফাবেট(Alphabet) থেকে গবেষক নেওয়ার চেষ্টাও চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

গত মাসে এক্স.এআই (X.AI Corp) নামে একটি নাম রেজিস্ট্রার করেছেন মাস্ক। যেখানে ডাইরেক্টর হিসেবে তিনি নিজে এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জেরার্ড বিরচালের নাম রয়েছে।

২০১৫ সালে ওপেন এআই এর কোফাউন্ডডার হিসেবে যুক্ত ছিলেন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি সংস্থা থেকে সরে দাঁড়ান।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)