T Natarajan Tests Positive For COVID-19: আইপিএলে ফিরল করোনার কালো মেঘ, সান রাইজার্সের পেসার টি নটরাজন কোভিড পজেটিভ, আইসোলেশনে বিজয় শঙ্কর

আইপিএলে ফিরল করোনার কালো মেঘ। চলতি বছর আইপিএল চলাকালীন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের স্রোত ঢুকে পড়েছিল এই ফ্র্যাঞ্চাইজি লিগেও। এবার সংযুক্ত আরবআমিরশাহিতে আইপিএলে কোভিড পরীক্ষায় পজেটিভ এল সান রাইজার্স হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের। আজ দুবাইতে হায়দ্রাবাদ-দিল্লি ম্যাচের আগে কোভিড ধরা পড়ে নটরাজনের।

T Natarajan Tests Positive For COVID-19. (Photo Credits: Twitter)

আইপিএলে (IPL 2021) ফিরল করোনার (Covid19) কালো মেঘ। চলতি বছর আইপিএল চলাকালীন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের স্রোত ঢুকে পড়েছিল এই ফ্র্যাঞ্চাইজি লিগেও। যে কারণে আইপিএল মাঝপথে বন্ধ করতে হয়েছিল।  ভারতে বন্ধ হয়ে যাওয়া সেই আইপিএল আয়োজিত হচ্ছে আরব মুলুকে। কিন্তু সেখানেও আইপিএলের সংসারে করোনা হানা। সংযুক্ত আরবআমিরশাহিতে (UAE) আইপিএলে কোভিড পরীক্ষায় পজেটিভ এল সান রাইজার্স হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের (T Natarajan)। আজ দুবাইতে হায়দ্রাবাদ-দিল্লি ম্যাচের আগে কোভিড ধরা পড়ে নটরাজনের। আরও পড়ুন: লক্ষ্মীবারে মুখোমুখি কেকেআর-মুম্বই ইন্ডিয়ন্স, জানুন কোথায় দেখা যাবে খেলা, সম্ভাব্য একাদশ

নটরাজনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসায় হায়দ্রাবাদের এক ক্রিকেটার ও পাঁচ সাপোর্ট স্টাফকে আইসলোশনে পাঠানো হয়েছে। নটরাজনের রুমমেট বিজয় শঙ্কর (Vijay Shankar)-কে আইসোলেশনে (Isolation) পাঠানো হয়েছে। দলের ম্যানেজার, ডাক্তার, নেট বোলার, ফিজিওকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে আজ, বুধবার সন্ধ্যায় নির্ধারিত সূচি মেনেই ম্যাচ। আপাতত তেমনই খবর।

দেখুন টুইট

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now