PM Modi Meets India's Women's Cricket Team: বিশ্বকাপ হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের মহিলা ক্রিকেট দলের, মুখে চওড়া হাসি হরমনপ্রীত, রিচাদের, আপ্লুত মোদী
বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের (India's ICC Women's World Cup 2025-Winning Team) সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিল্লির লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে হরমনপ্রীত কউর, জেমিমা রডরিকস, রিচা ঘোষদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
মহিলা ক্রিকেট দল যেভাবে নিজেদের জয়কে ছিনিয়ে এনেছে, তার জন্য আপ্লুত প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ধরনের সমালোচনা, আক্রমণকে পিছনে ফেলে ভারতের মহিলা ক্রিকেট দলের এই জয়ের ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত ২০১৭ সালে হরমনপ্রীত কউর একবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় বিশ্বকাপের ট্রফি তাঁরা জিততে পারেননি। ট্রফি ছাড়াই তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ২০১৭ সালে সাক্ষাৎ করেন। সেই পুরনো ঘটনাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তুলে ধরেন অধিনায়ক হরমনপ্রীত কউর।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)