Jay Shah: নবরাত্রি উৎসবে আম্বাজি মন্দিরে গিয়ে পুজো দিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ

দেশজুড়ে নবরাত্রি উৎসব পালন হচ্ছে। আর এই উৎসবের আবহে গুজরাটে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সভাপতি জয় শাহ।

দেশজুড়ে নবরাত্রি উৎসব পালন হচ্ছে। আর এই উৎসবের আবহে গুজরাটে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সভাপতি জয় শাহ (Jay Shah)। বৃহস্পতিবার সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে বনাসকাঁথার (Ambaji Temple) পুজো দিলেন জয়। সঙ্গে ছিলেন তাঁর মা তথা অমিত শাহের পত্নী সোনাল শাহ। প্রসঙ্গত, মাসখানেক আগেই আইসিসি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন জয়। ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি বিসিসিআইয়েরও সভাপতি পদ আপাতত ধরে রেখেছেন। আইসিসির সদস্য সংখ্যা ১৬ জনের মধ্যে ১৫ জন তাঁর সপক্ষে মনোনয়ন দিলেও একমাত্র পাকিস্তান এই বিষয়ে কোনও মতামত করেনি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)