Mohun Bagan SG vs Basundhara Kings, AFC Highlights: এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-২ গোলে ড্র মোহনবাগান এসজির
মোহনবাগান এসজি বনাম বসুন্ধরা কিংস ( ২-২) | এএফসি কাপ ২০২৩-২৪
চলতি ২০২৩-২৪ এএফসি কাপের (AFC Cup) তৃতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও বসুন্ধরা কিংস (Basundhara Kings) ২-২ গোলে ড্র করেছে। যদিও মোহনবাগান কিছুটা সময়ে এগিয়ে ছিল তবে বসুন্ধরা কিংস প্রতিবারই ফিরে আসতে সক্ষম হয়ে এবং শেষ পর্যন্ত একটি মূল্যবান পয়েন্ট অর্জন করে। টানা দশ ম্যাচ জিতে দারুণ ফর্মে এই ম্যাচে প্রবেশ করে মেরিনার্স। অন্যদিকে বসুন্ধরা কিংসের এএফসি কাপের শুরুটা ছিল মিশ্র। একটি জয় নিশ্চিত করেও একটি হারের মুখ দেখতে হয়েছে তাদের। মোহনবাগানের ২৯ মিনিটে প্রথম গোল আসে দিমিত্রি পেট্রাটোসের (Dimitri Petratos) পায়ে। তবে মেরিনার্স গোল করার মাত্র চার মিনিট পরই ডোরি (Dori) সমতায় ফেরে বসুন্ধরাকে। এরপর ৫৪ মিনিটে আশিস রাইয়ের (Asish Rai) গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে এই ধাক্কা বসুন্ধরা কিংসকে রুখতে পারেনি এবং নির্ধারিত সময়ের ২০ মিনিট বাকি থাকতেই রবিনহোর (Robinho) দ্বিতীয় গোল করে সমতায় ফেরে। Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসে মিক্সড ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় প্রমোদ ভগত এবং মনীষা রামদাসের
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)