Pigeon Attack on ENG vs WI ODI: পায়রার জ্বালায় বন্ধ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে, দেখুন ভাইরাল ভিডিও

আদিল রাশিদের (Adil Rashid) একটি ডেলিভারিতে গুদাকেশ মোতি (Gudakesh Motie) বলটিকে কভার দিয়ে খেললে এবং সেটি প্রায় গিয়ে একটি পায়রার পায়ে লাগে আর সেটা দেখে মাঠে বসে থাকা বাকি সমস্ত পায়রা তখনই উড়তে শুরু করলে খেলা বন্ধ হয়।

Pigeon Attack on ENG vs WI (Photo Credit: England Cricket/ X)

Pigeon Attack on ENG vs WI ODI: গতকাল (৪ জুন), ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয় কেনিংটন ওভালে (Kennington Oval)। ইংল্যান্ড টানা দুই ম্যাচ জিতে গতকালও ম্যাচ জিতে সিরিজ একতরফা হোয়াইটওয়াশ করে। তবে খেলায় এমন একটি মুহূর্ত ছিল যা ক্রিকেট মাঠে খুবই বিরল। আদিল রাশিদের (Adil Rashid) একটি ডেলিভারিতে গুদাকেশ মোতি (Gudakesh Motie) বলটিকে কভার দিয়ে খেললে এবং সেটি প্রায় গিয়ে একটি পায়রার পায়ে লাগে আর সেটা দেখে মাঠে বসে থাকা বাকি সমস্ত পায়রা তখনই উড়তে শুরু করলে খেলা বন্ধ হয়। কিন্তু একটি পায়রা সেই মাঠ ছেড়ে যেতে চাইছিল না। ম্যাথিউ পটস (Matthew Potts) সেটিকে উড়ানোর চেষ্টা করে, কিন্তু সেটি বেশ অনড়। অবশেষে সেই পায়রা উড়লে খেলা শুরু হয়। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২৫১/৯ করে যা ইংল্যান্ড ৭ উইকেট হাতে রেখে চেস করে। Traffic Jam Delays: ট্র্যাফিক জ্যামে ফেঁসে সাই হোপদের টিম বাস, পিছিয়ে গেল ইংল্য়ান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

পায়রার জ্বালায় বন্ধ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement