Goods Train Passes Over Woman: ট্রেনের নিচে পড়ে গিয়েও বরাতজোরে প্রাণ বাঁচলেন মহিলা! ঘটনাস্থলের ভিডিয়ো

কথায় আছে, রাখে হরি তো মারে কে। প্রাচীন এই প্রবাদই সত্যি হল উত্তরপ্রদেশের কাসগঞ্জের বাসিন্দা এক মহিলার জীবনে। রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা অচৈতন্য হয়ে রেলওয়ে ট্র্যাকের মধ্য়ে পড়ে যান ওই মহিলা।

Photo Credits: Twitter@shubhamrai80

কথায় আছে, রাখে হরি তো মারে কে। প্রাচীন এই প্রবাদই সত্যি হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জের (Kasganj) বাসিন্দা এক মহিলার জীবনে। রেললাইনের (railway track) উপর দিয়ে যাওয়ার সময় আচমকা অচৈতন্য (unconscious) হয়ে রেলওয়ে ট্র্যাকের মধ্য়ে পড়ে যান ওই মহিলা (woman)। সেই অবস্থাতে শুয়ে থাকার সময় ওই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে চলে যায় একটি মালগাড়ি (goods train)। কিন্তু, তাতে কোনও ক্ষতিই (unhurt) হয়নি ওই মহিলার। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। ঘটনাটি ঘটেছে কাসগঞ্জের সাহাওয়ার গেট ক্রসিংয়ের কাছে।

এই অভূতপূর্ব ঘটনার ৩২ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল (viral video) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে ওই মহিলার ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছেন নেটিজেনরা। আরও পড়ুন: 7 Youth On 1 Motorcycle: একই বাইকে সওয়ার সাত যুবক! দেখুন উত্তরপ্রদেশের ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now