Gujarat Car Samadhi Ceremony: টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়! ৪ লক্ষ খরচ করে প্রিয় গাড়ির শেষকৃত্য

আত্মীয় স্বজন, গ্রামবাসী, সাধু, সন্ন্যাসী মিলিয়ে ১,৫০০ লোক খেয়েছে চার চাকার শেষকৃত্যের অনুষ্ঠানে। গোটা সমাধি অনুষ্ঠানের খরচের অঙ্ক পৌঁছে গিয়েছে ৪ লক্ষে।

Gujarat Family organized grand 'Samadhi' ceremony for their car (Photo Credits: X)

কথায় বলে টাকা থাকলে নাকি ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। আর সেই প্রবাদটিই যেন সত্যি সত্যি মিলে গেল গুজরাটের (Gujarat) আমরেলির এক পরিবারের আজব কাণ্ডের সঙ্গে। ঘটা করে অনুষ্ঠান আয়োজন করে বহু পুরনো শখের গাড়িটির শেষকৃত্য সম্পন্ন করল ওই পরিবার। প্রায় ২,০০০ লোককে চার পৃষ্ঠার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। আত্মীয় স্বজন, গ্রামবাসী, সাধু, সন্ন্যাসী মিলিয়ে ১,৫০০ লোক খেয়েছে চার চাকার শেষকৃত্যের অনুষ্ঠানে। গোটা সমাধি অনুষ্ঠানের খরচের অঙ্ক পৌঁছে গিয়েছে ৪ লক্ষে। ওই পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, গাড়িটি ১২ বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে ছিল। গাড়িটিকে তাঁরা ভাগ্যবান বলে মনে করত। ফুল, মালা দিয়ে সুসজ্জিত করে সমাধিস্থল পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

গাড়ির সমাধি অনুষ্ঠান... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now