Fact Check: ১ জানুয়ারিতে দেশে থেকে উঠে যাচ্ছে ২ হাজারের নোট? ভাইরাল ভিডিয়ো নিয়ে কী জানাল পিআইবি
২০০০ টাকার নোট তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Govt) ? নতুন বছরের শুরুতেই ২ হাজার টাকার নোট তুলে নিয়ে ফের ১ হাজারের নোট চালু করবে মোদী সরকার (Narendra Modi Govt)। এমনই দাবি ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। যে ভাইরাল দাবিতে জানানো হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দেশে সমস্ত ২ হাজার নোট তুলে নেওয়া হচ্ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে গোটা দেশে ১ হাজারের নোট চালু করা হবে বলে বার বার দাবি করা হয়। যা নিয়ে এবার ফ্যাক্ট চেক প্রকাশ করে পিআইবি (PIB)। পিআইবি-র দাবি, ২০০০ টাকার নোট তুলে নিয়ে যে ১ হাজারের নোট বাজারে আসবে বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি ভুয়ো বলে জানানো হয় পিআইবির তরফে।