Dog Chased Leopard Video: সামনে লেপার্ড দেখেও পাল্লা দিয়ে লড়ে গেল কুকুর, আস্তানা থেকে তাড়াল 'মানুষ খেকোকে', ভাইরাল ভিডিয়ো

Dog Chased Leopard (Photo Credit: X/Screengrab)

কুকুরের (Dog) সামনে হঠাৎ হাজির লেপার্ড। কুকুর থাকার ঘরের দরজায় এসে হাজির হয় লেপার্ডটি (Leopard)। যা দেখে সারমেয়টি যেমন আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে, তেমনি চিৎকারও জুড়ে দেয়। লেপার্ড সামনে থাকলেও, সে যে কোনও কিছুতেই হার মানবে না, তা কার্যত স্পষ্ট করে দেয়। আর সেই কারণেই লেপার্ডটিকে দেখার পর থেকে তার দিকে তেড়ে যেতে শুরু করে কুকুরটি। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরিলির লাডপুর গ্রাম থেকে এমনই একটি ভিডিয়ো সামনে আসে। লাডপুরের ওই গ্রামে বেশ কিছুদিন ধরেই একটি লেপার্ডের হানায় মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। এবার সেই লেপার্ড হানা দেয় স্থানীয় এলাকার এক কুকুরের সামনে। লেপার্ডকে সামনে দেখেও কুকুরটি যে এতটুকু ভয় পায়নি, তা সে কার্যত স্পষ্ট করে দেয়। শেষে কুকুরের তাড়নায় লেপার্ডটি পালিয়ে যায় এবং জঙ্গলে প্রবেশ করে। বেরিলির লাডপুর গ্রামে কীভাবে লেপার্ড তাড়িয়ে দেয় কুকুরটি, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

আরও পড়ুন: Dog Saves 67 Lives From Himachal Landslide: 'মারণ কূপ' থেকে ৬৭ জনকে বাঁচাল সারমেয়, হিমাচলে ধসের আগে প্রবল ডাকাডাকি করে ২০টি পরিবারের প্রাণ রক্ষা কুকুরের

দেখুন কুকুরের তাড়াল পালাল লেপার্ড...

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement