Bonfire Explodes Video: লোহরি উদযাপনের সময় বনফায়ারে বিস্ফোরণ, ভয় ধরানো ভিডিয়ো

ঘরের মেঝেতে কাঠে আগুন দিয়ে লোহরি উপলক্ষে বনফায়ার করছিল একটি পরিবার। সদস্যরা যখন মধ্যিখানে আগুন জ্বেলে গোল করে ঘিরে চারিদিকে ঘিরে বসেছিলেন তখন আচমকা বিস্ফোরণ হয় কাঠের স্তূপে।

Photo Credits: X@Gagan4344

ঘরের মেঝেতে কাঠে আগুন (Bonfire) দিয়ে লোহরি (Lohri) উপলক্ষে বনফায়ার (Bonfire) করছিল একটি পরিবার। সদস্যরা যখন মধ্যিখানে আগুন জ্বেলে গোল করে ঘিরে চারিদিকে ঘিরে বসেছিলেন তখন আচমকা বিস্ফোরণ হয় কাঠের স্তূপে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) অমৃতসরের (Amritsar) চিন্না করম সিং গ্রামে। পরে এর ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হতেই চমকে উঠেছেন নেটিজেনরা। তবে দুর্ঘটনার ফলে ওখানে থাকা লোকজনের জামাকাপড় কিছুটা পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনও ক্ষতি হয়নি।

ওই পরিবারের এক সদস্য যশবিন্দার সিং চিন্না জানান, ঘরের সিমেন্টের মেঝেতে বালি না দিয়েই কাঠে আগুন ধরানো হয়েছিল। এর জেরে গরমে চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণে ফেটে যায় মেঝে। আরও পড়ুন: Vande Bharat Express: বন্দে ভারতে নোংরা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন! টাকা ফেরত চাইলেন যাত্রী, দেখুন ভাইরাল ভিডিও

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now