Uttarkashi Horrific Video: পাহাড় বেয়ে নামছে হড়পা বান, প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ, শেষে ভেসে গেলেন তীব্র স্রোতে, দেখুন ভিডিয়ো

Uttarakhand Cloudburst (Photo Credit: X/Screengrab)

খীর গঙ্গা (Khir Ganga River) নদীতে যখন মেঘভাঙা (Cloudburst) বৃষ্টি শুরু হয়, সেই সময় তা ভয়ঙ্কর রূপ নিয়ে উত্তরকাশির (Uttarkashi) ধারালি (Dharali) গ্রামে নামতে শুরু করে। উত্তরকাশির ধারালি গ্রামে যখন তীব্র বেগে খীর গঙ্গা নদীর হড়পা বান নামতে শুরু করে, সেই সময় প্রাণ হাতে নিয়ে সেখান থেকে মানুষজন পালাতে শুরু করেন। তবে অনেকেই  খীর গঙ্গার সেই হড়পা বানের স্রোত থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে পারেননি। ফলে জলের তীব্র স্রোতের দাপটে তাঁরা ভেসে যেতে শুরু করেন। মেঘভাঙা বৃষ্টির জেরে যেভাবে উত্তরকাশীর খীর গঙ্গা নদী রুদ্র রূপ নিতে শুরু করে, তার দাপটে সেখানকার ২০, ২৫টি হোটেল, হোমস্টে ভেসে যেতে শুরু করে। নদীর জলের স্রোতের চাপটে সঙ্গে সঙ্গে ৪ জনের মৃত্যু হয় বলে জানা যায়। তবে ঠিক কতজন ভেসে গিয়েছেন, সে বিষয়ে এখনও সঠিক তথ্য মেলেনি। পুলিশ, উদ্ধারকারী দল এবং আইটিবিপির জওয়ানরা কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: Cloudburst n Uttarkashi Video: পাহাড়ের উপর থেকে নেমে ধারালি গ্রাম ভাসিয়ে নিয়ে গেল খীর গঙ্গা নদী, ভেসে গেল প্রায় ২২টি হোটেল, প্রকৃতির রুদ্র রূপে অসহায় উত্তরকাশি

দেখুন খীর গঙ্গা নদীর হড়পা বান থেকে প্রাণ বাঁচাতে কীভাবে মানুষ ছুটে পালাতে শুরু করেন...

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement