Uri Encounter: উরিতে খতম আরও এক অনুপ্রবেশকারী জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন পাকিস্তানি জঙ্গি। ভারতীয় সেনা-সহ অন্যান্য নিরাপত্তারক্ষা বাহিনীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হল।

ফাইল ফটো (Photo Credits: ANI)

বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুল্লা জেলার উরি (Uri) সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন পাকিস্তানি জঙ্গি। ভারতীয় সেনা-সহ অন্যান্য নিরাপত্তারক্ষা বাহিনীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হল।

খতম হল অনুপ্রবেশকারী দুই জঙ্গিও (infiltrating terrorists neutralized)। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র (arms), কার্তুজ (ammunition) ও অপরাধমূলক জিনিসপত্র (incriminating materials) উদ্ধার হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ (J&K Police)। এখনও তল্লাশি অভিযান চলছে। আরও পড়ুন: Raghav Chadha Attacks BJP: অরবিন্দ কেজরিওয়ালের চরিত্র হননের চেষ্টা করছে বিজেপি, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন রাঘব চাড্ডা