Tripura Flood: ভয়াবহ বন্যা ত্রিপুরায়, ৫০০-র বেশি শরণার্থী শিবিরে অসহায় গৃহহীন মানুষ; দেখুন ভিডিয়ো

Tripura Flood (Photo Credit: X)

জলমগ্ন (Flood) ত্রিপুরার (Tripura) পরিস্থিতি ক্রমশ স্থিতিশীল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে ত্রিপুরায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তার বেশ খানিকটা উন্নতি হয়েছে। ত্রিপুরার প্রায় সব নদীর জল বর্তমানে বিপদসীমার নীচে বইছে বলে খবর। তবে বন্যার দাপটে বহু মানুষ গৃহহীন। ত্রিপুরায় এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ মানুষ রণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। অতিরিক্ত বন্যার দাপটে যেমন রাস্তাঘাট ভেঙে পড়েছে, তেমনি মানুষও ঘরবাড়ি ছাড়া হতে শুরু করেছেন। বন্যার কবলে পড়ে ত্রিপুরায় বহু মানুষের ঘরবাড়ি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে খবর। বন্যার জেরে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষয় হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বন্যার জেরে বিধ্বস্ত ত্রিপুরাকে কীভাবে আবার পূর্বের জায়গায় ফেরৎ আনা যায়, সে বিষয়ে বৈঠক ডাকেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Tripura Floods: নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ত্রিপুরায়, মৃত ১০; লাল সতর্কতা

বন্যার জেরে বিপুল ক্ষতি ত্রিপুরায়, দেখুন কীভাবে চলছে উদ্ধার কাজ...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)