Tennis Player Radhika Yadav: রোজগারের খোঁটা খেয়ে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারল বাবা, শেষকৃত্যে নেই মা-ও? ভিডিয়ো দেখুন

Mortal Remains Of Tennis Player (Photo Credit: ANI/X)

শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাধিকা যাদবের (Tennis Player Radhika Yadav) মৃতদেহ। টেনিস খেলোয়াড় (Tennis Player) রাধিকা যাদবের মৃত্যুর পর এবার তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য়ের জন্য। হরিয়ানার গুরুগ্রামেই সম্পন্ন হবে রাধিকা যাদবের শেষকৃত্য়। পরপর ৩টি গুলি চালিয়ে রাধিকাকে খুন করেন তাঁর বাবা দীপক যাদব। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড কেন করছে মেয়ে, এই প্রশ্নে চোটে যান দীপক যাদব। তারপরই তিনি গুলি চালাতে শুরু করেন। পরপর ৩টি গুলি রাধিকার শরীর ফুঁড়ে ঢুকে যায়। ঘরের মেঝেই লুটিয়ে পড়েন রাধিকা। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি। রাধিকার বাবা দীপক যাদবকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে একদিনের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে রাধিকাকে যখন খুন করেন দীপক যাদব, বাড়ির প্রথমতলের ওই ঘরেই ছিলেন মা মঞ্জু যাদব। তবে তিনি পুলিশের সামনে মুখ খুলতে চাননি। মঞ্জু যাদব পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করাবেন না বলে জানিয়েছেন। তবে মঞ্জু কেন এমন কথা বলছেন, তা নিয়ে পুলিশ ধ্বন্দে রয়েছে।

আরও পড়ুন: Tennis Player Radhika Yadav: টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুন এবং কাকার দেওয়া হাঁড়হিম তথ্য, অবাক করবে আপনাকে

টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে গুরুগ্রামেই...

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement