Maharashtra Trust Vote: উদ্ভব শিবিরে থেকে একনাথ শিন্ড সরকারে ভোট বিধায়কের, মহা-আগড়ি নামল ১০০-র নিচে
একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও উদ্ভব ঠাকরে শিবিরে ধাক্কা অব্যাহত। গতকাল, রবিবার স্পিকার নির্বাচনে উদ্ভবের শিবসেনা, কংগ্রেস, এনসিপি প্রার্থী রঞ্জন সালভে পেয়েছিলেন ১০৭টি ভোট।
একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও উদ্ভব ঠাকরে শিবিরে ধাক্কা অব্যাহত। গতকাল, রবিবার স্পিকার নির্বাচনে উদ্ভবের শিবসেনা, কংগ্রেস, এনসিপি প্রার্থী রঞ্জন সালভে পেয়েছিলেন ১০৭টি ভোট। ঠিক একদিন পরে আস্থা ভোটে বিজেপি-শিন্ডি শিবির তাদের ১৬৪টা ভোট ধরে রাখলেও, মহা-আগড়ি (মহাজোট) নেমে গেল ৯৯-এ। একদিনের মধ্যে উদ্ভব শিবিরের কমল ৯টা ভোট। অথচ এক সপ্তাহ আগেও আজকের দিনে তিনিই ছিলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী। তাঁর পক্ষে সমর্থন ছিল ১৫৮জন বিধায়কের।
উদ্ভব ঠাকরের শিবিরে থাকা বিধায়ক শ্যামসুন্দর শিন্ডে আস্থাভোটে ভোট দিলেন একনাথ শিন্ডে সরকারের পক্ষেই। আরও পড়ুন: ছাত্রীর মায়ের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে বরখাস্ত শিক্ষক, আপত্তিকর ভিডিও ভাইরাল
গত দু'দিনে দু জন উদ্ভব পক্ষের বিধায়ক একনাথ শিন্ডের দিকে চলে গেলেন। ২০১৯ বিধানসভা নির্বাচনে ৫৬টি আসনে জিতেছিল শিবসেনা। সেখান থেকে উদ্ভবের পক্ষে থাকলেন মাত্র ১৬ জন।
দেখুন টুইট