Ram Mandir: স্মার্ট চশমার আতঙ্ক রাম মন্দিরে, গোপন ক্যামেরায় উঠছে ছবি

রাম মন্দিরের ছবি তোলার জন্যে নতুন ফন্দি। ক্যামেরা লুকানো চশমা পরে মন্দিরের অন্দরে প্রবেশ করেন ওই যুবক। মন্দিরের একের পর এক ছবিও তাঁর চশমার ক্যামেরাবন্দি হয়।

Security Scare at Ram Mandir Due to Ray-Ban Meta Wayfarer Smart Glasses (Photo Credits: X)

অযোধ্যার (Ayodhya) রাম মন্দির ঘিরে নয়া আতঙ্ক। ফোন কিংবা ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে না পেরে এবার ক্যামেরা লাগানো চশমা পরে মন্দিরের অন্দরে প্রবেশ করলেন এক যুবক। রাম মন্দিরের (Ram Mandir) ছবি তোলার জন্যে নতুন ফন্দি। ক্যামেরা লুকানো চশমা পরে মন্দিরের অন্দরে প্রবেশ করেন ওই যুবক। মন্দিরের একের পর এক ছবিও তাঁর চশমার ক্যামেরাবন্দি হয়। তবে যুবকের ফন্দি চোখ এড়াল না মন্দির নিরাপত্তাকর্মীদের। হাতেনাতে ধরা পড়েন গুজরাট ভাদোদরার বাসিন্দা জয়কুমার। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবককে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে জয়কুমার জানান, তিনি Ray-Ban Meta Wayfarer স্মার্ট চশমা পরে এমন কাণ্ড ঘটিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই স্মার্ট চশমার অন্যতম বিশিষ্ট হল, এতে রয়েছে লুকানো ক্যামেরা এবং মাইক।

স্মার্ট চশমায় আতঙ্ক রাম মন্দিরে...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now