Saurabh Rajput's Brutal Murder By Wife: 'নেশায় চুর মুসকানের মাথা চিবিয়ে খাওয়া হয়েছে?' নেভি অফিসার সৌরভকে কোপানোর ঘটনায় বিস্ফোরক মন্তব্য

Muskan Rastogi's Parents (Photo Credit: ANI/X)

সৌরভ রাজপুত (Saurabh Rajput) খুনের ঘটনায় মেয়ের কীর্তিতে কার্যত মুষড়ে পড়েছেন মুসকানের বাবা, মা। মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer Killed) সৈরভ রাজপুত অত্যন্ত ভাল ছেলে ছিলেন। এমন কথা আগেই জানিয়েছিলেন খুনি মুসকানের (Muskan Rastogi) বাবা, মা। শুক্রবারও ফের ক্যামেরার সামনে মুখ খুলতে দেখা যায় মুসকান রাস্তোগির মা,বাবাকে। মুসকানের মা বলেন, কোনও সন্তান যেন বাবা-মায়ের কাছ থেকে কিছু না লুকোয়। মুসকান যদি তাঁদের সব খুলে বলত, তাহলে আজকের দিনে তাকে জেলে থাকতে হত না বলে আফশোষ করেন তার মা। মুসকানকে তাঁরা অনেকবার জিজ্ঞাসা করেছেন, কোথায় তার অসুবিধা। তবে মুসকান কখনও মুখ খোলেনি। গত ২ বছরে মুসকানের ১০ কেজি ওজন কমেছে। কী করে মুসকান স্বাস্থ্য ভেঙে পড়ে, তাঁরা জানতে পারেননি বলে তার মা জানান। মুসকানের 'ব্রেইনওয়াশ' করা হয়েছে না ও ক্রমাগত মাদকের নেশায় ডুবে গিয়েছিল, তাঁরা কিছু জানেন না। আর সেই কারণেই মুসকানকে জেলে থাকতে হচ্ছে। তাঁরা বিন্দু বিসর্গও যদি এসব বিষয়ে জানতে পারতেন, তাহলে এই দিন দেখতে হত না বলেও আফশোষ করেন সৌরভ রাজপুতের শাশুড়ি।

আরও পড়ুন: Navy Officer Saurabh Rajput Brutal Murder: নেভি অফিসার সৌরভকে খুনের পর মাথা কেটে দেয় সাহিল, মুণ্ড-বিহীন ধড়ের সঙ্গেই গোটা রাত শুয়ে কাটায় স্ত্রী মুসকান

শুনুন কী বললেন মুসকান রাস্তোগির মা...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement