Rahul Gandhi: হাতে সংবিধান নিয়ে রাহুল গান্ধী শপথ নিতে হাজির হলেই বিজেপির 'জয় শ্রীরাম' স্লোগান, দেখুন ভিডিয়ো

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

মঙ্গলবার লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। হাতে সংবিধান নিয়ে লোকসভার সদস্য হিসেবে শপথ নেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী যখন লোকসভায় শপথ নিতে হাজির হন হাতে সংবিধান নিয়ে,তখন তাঁকে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন বিজেপি সদস্যরা। তবে রাহুল কোনওদিকে কর্ণপাত করেননি। উলটে হাসি মুখে শপথবাক্য পাঠ করেন। পরে সংবিধান উঁচু করে জয় হিন্দ, জয় সংবিধান বলে স্লোগান দেন। প্রসঙ্গত এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি এবং কেরলের ওয়েনাড়, দুই কেন্দ্র থেকে জয়ী হন রাহুল গান্ধী। তবে ওয়েনাড় থেকে নয়, রায়বেরিলির সাংসদ হিসেবেই আজ সংসদে শপথ নেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ায় সেখানকার উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন বলে জানা যায়।

আরও পড়ুন: Rahul Gandhi: সংসদে শপথের পর 'জয় সংবিধান' বলে স্লোগান রাহুল গান্ধীর, দেখুন ভিডিয়ো

দেখুন রাহুল গান্ধীর ভিডিয়ো...