Punjab: গরুকে খাইয়ে ভোটপ্রচার মুখ্যমন্ত্রীর
আগামিকাল, রবিবার পঞ্জাবে বিধানসভা নির্বাচনে। চতুর্মুখি লড়াইয়ে এবার জোর লড়াই পঞ্চনদের দেশে। শাসক দল কংগ্রেসের সঙ্গে মূল লড়াই আম আদমি পার্টি-র। যদিও খুব বেশি পিছিয়ে নেই বিজেপি-অমরিন্দর সিং, ও শিরোমণি অকালি-মায়াবতির দলের জোট।
আগামিকাল, রবিবার পঞ্জাবে বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Elections 2022)। চতুর্মুখি লড়াইয়ে এবার জোর লড়াই পঞ্চনদের দেশে। শাসক দল কংগ্রেসের (Congress) সঙ্গে মূল লড়াই আম আদমি পার্টি (Aam Admi Party)-র। যদিও খুব বেশি পিছিয়ে নেই বিজেপি-অমরিন্দর সিং, ও শিরোমণি অকালি-মায়াবতির দলের জোট। এমন একটা কঠিন লড়াইয়ে জিততে প্রচার খামতি রাখছে না কোনওপক্ষই। রাজ্যের ১১৭টি বিধানসভা আসনেই জোর টক্কর।
এমন কঠিন ভোটের প্রচারে বাহাদুর বিধানসভায় এক গোয়ালে গিয়ে গরুকে খওয়ালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিত সিং চান্নি (Charanjit Singh Channi)। তিনি বাহাদুর ও ছামকৌর সাহিব-দুটি কেন্দ্র থেকে লড়ছেন। আরও পড়ুন: গরু পাচার মামলায় এনামুল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)