PK on Nitish kumar: এনডিএ ছেড়ে বিরোধী মুখ হওয়ার চেষ্টা নীতীশ কুমারের! বড় কথা বললেন প্রশান্ত কিশোর

এনডিএ সঙ্গ ছেড়ে কংগ্রেস, আরজেডি-র মহাগঠবন্ধনে ঢুকে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এনডিএ ছাড়ার পরই জাতীয় রাজনীতিতে বড় মুখ হয়ে উঠতে দিল্লিতে বিজেপি বিরোধীদের একজোট করার চেষ্টা করছেন নীতীশ।

Prashant Kishor (Photo Credits: PTI)

এনডিএ সঙ্গ ছেড়ে কংগ্রেস, আরজেডি-র মহাগঠবন্ধনে ঢুকে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এনডিএ ছাড়ার পরই জাতীয় রাজনীতিতে বড় মুখ হয়ে উঠতে দিল্লিতে বিজেপি বিরোধীদের একজোট করার চেষ্টা করছেন নীতীশ। কিন্তু নীতীশকে মোটেও বিশ্বস্ত মানতে রাজি নন এক সময় তাঁর দলের সৈনিক তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর।

নির্বাচনী বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর এই নিয়ে বললেন, " সবে এক মাস হল উনি (নীতীশ কুমার) বিজেপি-র সঙ্গ ছেড়েছেন। এর মধ্যেই উনি বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন। কিন্তু তাতে বিশেষ ফারাক হবে না। আমাদের দরকার বিরোধী হিসেবে কোনও বিশ্বস্ত মুখ। মানুষের বিশ্বাস, কাজ এবং জন আন্দোলনের জন্য বিশ্বস্ত বিরোধী মুখ ছাড়া পথ নেই।  আরও পড়ুন-মোদী রাজ্যে কংগ্রেসের প্রতীকী বনধ কতটা সফল হল

দেখুন টুইট