Pakistan: পাকিস্তানে লাইনচ্যুতে ইরানের মালবাহী ট্রেন, ভাঙা ট্র্যাকে উল্টো গেল পাঁচটি বগি

পাকিস্তান ও ইরানের মধ্যে চলাচলকারী পণ্য পরিবহণকারী ট্রেন উল্টে গেল। ইরানের জাহেদান থেকে দালবানদিনে যাওয়ার পথে পাকিস্তানের ছাগাইয়ে মালবোঝাই এই ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়।

Train (Photo Credit: Twitter)

পাকিস্তান ও ইরানের মধ্যে চলাচলকারী পণ্য পরিবহণকারী ট্রেন উল্টে গেল। ইরানের জাহেদান থেকে দালবানদিনে যাওয়ার পথে পাকিস্তানের ছাগাইয়ে মালবোঝাই এই ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। ট্রেন লাইনটির অবস্থা খারাপ ছিল। ফলে ট্রেনটি সেভাবে জোরে না গেলেও লাইনটি সরে যায়।

আপাতত এই লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ মারা না গেলেও বেশ কিছু জিনিস ক্ষতি হয়েছে। ব্যবসায়িক কারণে পাকিস্তান ও ইরানের মধ্যে ট্রেন চলাচল করে। আরও পড়ুন: মধ্যপ্রদেশের ইন্দোরে দোতলা বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের

দেখুন টুইট