Oscars 2024: অস্কারের মঞ্চে নগ্ন হয়ে অভিনেতা-রেসলার জন সিনা, নেটিজেনদের মন্তব্যে ভরল সোশ্যাল মিডিয়া (দেখুন ভিডিও)
একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে উঠে কিছুক্ষণ পর জন বলেন, ‘পুরুষের শরীর কোনো রসিকতা নয়!’ সঞ্চালক কিমেল বলেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’জন আরো মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন।
গত বছরের অস্কার আলোচিত-সমালোচিত হয়েছিল চড় কাণ্ডে। উপস্থাপক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন অভিনেতা উইল স্মিথ। আর এবার ৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আলোচনার খোরাক হয়ে উঠলেন রেসলার-অভিনেতা জন সিনার। আজ (১১ মার্চ) লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে চলা অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাপড়!মূলত সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এ কাণ্ড করেছেন জন। নগ্ন পদচারণ দেখে নেটিজেনরা কেউ করেছেন রসিকতা, কেউ বা আবার কড়া ভাষায় সমালোচনা করেছেন।
একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে উঠে কিছুক্ষণ পর জন বলেন, ‘পুরুষের শরীর কোনো রসিকতা নয়!’ সঞ্চালক কিমেল বলেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’জন আরো মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। এসময় অট্টহাসিতে ফেটে পড়েন দর্শকরা। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই কাণ্ডটি করেন জন সিনা। অস্কারের মঞ্চে এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’ ছবির জন্য। দেখুন টুইট-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)