Gujarat Shocker: দাদুর মৃত্যুর পোস্টে হাসির ইমোজি, এই নিয়ে বিবাদের জেরে খুন যুবক
এতেই চটেন প্রিন্স। এই নিয়ে আগেই দু'জনের মধ্যে বচসা বাঁধে।
নয়াদিল্লিঃ ফেসবুক পোস্টকে (Facebook Post) কেন্দ্র করে বচসা। বিবাদের জেরে খুন যুবক। ঘটনাটি ঘটেছে গুজরাটে। মৃতের নাম প্রিন্স কুমার। বিহারের বাসিন্দা তিনি। কর্মসূত্রে গুজরাটে থাকতেন তিনি। জানা গিয়েছে, চার মাস আগে নিজের দাদুকে হারান প্রিন্স। প্রিয় দাদুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তাতে হাসির ইমোজি দেন বিপিন কুমার রাজেন্দ্রর নামে এক যুবক। এতেই চটেন প্রিন্স। এই নিয়ে আগেই দু'জনের মধ্যে বচসা বাঁধে। গত ১২ সেপ্টেম্বর কারখানার বাইরে ফের দু'জনের মধ্যে বচসা বাঁধে। বিবাদ চরমে পৌঁছলে প্রিন্সকে কোপ মারে বিপিন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
দাদুর মৃত্যুর পোস্টে হাসির ইমোজি, এই নিয়ে বিবাদের জেরে খুন যুবক
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)