Bihar: ৫ ঘণ্টার চেষ্টায় অবশেষ মায়ের কোলে ফিরল সন্তান, নালন্দায় কুয়ো থেকে উদ্ধার শিশু
রবিবার দুপুরের ঘটনায় হাহাকার ওঠে গ্রামজুড়ে। ৪০ ফুট গভীর ওই কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বিহারের (Bihar) নালন্দা (Nalanda) জেলার কুল গ্রামে বছর তিনেকের একটি শিশু খেলতে খেলতে আচমকাই পড়ে যায় কুয়োর মধ্যে। রবিবার দুপুরের ঘটনায় হাহাকার ওঠে গ্রামজুড়ে। ৪০ ফুট গভীর ওই কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ৫ ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর অবশেষ উদ্ধার করা গিয়েছে ছেলেটিকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, শিবম কুমার নামক ওই শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে। ফাঁড়া কাটিয়ে মায়ের কোলে ফিরেছে ছেলে।
আরও পড়ুনঃ মাঝ আকাশে বিমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে গণ্ডগোল, তিরুবনন্তপুরমে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতারণ
৫ ঘণ্টা পর উদ্ধার...