Narendra Modi: 'রামলালাকে নিশানা করছে ইন্ডিয়া জোট', বিরোধীদের তোপ মোদীর

PM Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

কলকাতায় (Kolkata) গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন করে, বারাসতে (Barasat) সভার পর বৃহস্পতিবার বিহারে পাড়ি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের (Bihar) বেটিয়ায় হাজির হয়ে সেকানে জনসভা করেন প্রধানমন্ত্রী  (Narendra Modi)। বেটিয়ার জনসভা থেকে ফের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, ইন্ডিয়া  জোটের সদস্যরাও জানেন, নির্বাচনের সময় তাঁদের অস্তিত্ব কোথাও থাকবে না। নিজের হার লক্ষ করতে পারছেন বলেই ওঁরা রামকেও নিশানা করছেন। রামচন্দ্রের বিরুদ্ধে কীভাবে কথা বলা হচ্ছে, তা বিহারের লোক ভালভাবে দেখতে পাচ্ছেন বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এই পরিবারবাদী রাজনীতিকরা রামচন্দ্রকে কয়েক দশক ধরে তাবুতে রেখেছিলেন। সেই সঙ্গে কঠোর পরিশ্রম করেন যাতে রামলালা মন্দিরে প্রতিষ্ঠিত না হতে পারেন, তার জন্য।

আরও পড়ুন: Narendra Modi: 'মোদীর দেহের প্রত্যেক অঙ্গ তাঁর পরিবারের জন্য উৎসর্গ', বারাসতে বললেন প্রধানমন্ত্রী

শুনুন বিহার থেকে কীভাবে ইন্ডিয়া জোটকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী...