Mumbai Road Rage: বচসা থেকে গণপিটুনি, মুম্বইয়ের রাস্তায় পিটিয়ে খুন যুবক

ধীরে ধীরে জড়ো হতে থাকে স্থানীয়রা। অটো চালকের সমর্থনে আকাশের উপর চড়াও হয় ক্ষিপ্ত জনতা। শুরু হয় ধ্বস্তাধস্তি। চলে এলোপাথাড়ি লাথি, ঘুষি।

Mumbai Road Rage (Photo Credits: X)

বচসা থেকে গণপিটুনি। মুম্বইয়ের (Mumbai) রাস্তায় পিটিয়ে খুন করা হল তরুণ তাজা প্রাণকে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাদে পুষ্প পার্কের কাছে। ওভারটেক করতে গিয়ে একটি অটো ধাক্কা মারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী আকাশ মাইনের গাড়িতে। সেই নিয়ে অটো চালকের সঙ্গে আকাশের বিবাদ বাঁধে। ধীরে ধীরে জড়ো হতে থাকে স্থানীয়রা। অটো চালকের সমর্থনে আকাশের উপর চড়াও হয় ক্ষিপ্ত জনতা। শুরু হয় ধ্বস্তাধস্তি। জটলা করে সকলে পেটাতে শুরু করে ওই যুবককে। চলে এলোপাথাড়ি লাথি, ঘুষি। ঘটনার সময়ে আকাশের সঙ্গে ছিল তাঁর বাবা-মা। ছেলেকে মার খেতে দেখে ছুটে আসেন তাঁরা। আক্রমণকারীদের ঠেলে দূরে সরাতে আপ্রাণ চেষ্টা করেন বাবা। এদিকে মা ছেলের গায়ের উপর শুয়ে পড়ে ঢাল হয়ে। যাতে মার খাওয়া থেকে রক্ষা পায় ছেলে। তবে এত কিছু করেও ছেলের প্রাণ বাঁচাতে পারেননি তাঁরা। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়েছে বছর ২৮ এর আকাশের।

মুম্বইয়ের রাস্তায়  পিটিয়ে খুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now