Mumbai Rain: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ফেটে দু-ভাগ হয়ে গেল রাস্তা, ধসে পড়ল গাড়ি-বাইক-গাছ
মুম্বইয়ে ভেঙে দু-ভাগ হয়ে গেল রাস্তা। এক নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে নভি মুম্বইয়ের ভাসি প্লাজা কমার্শিয়াল কমপ্লেক্স এলাকায় সাংঘাতিক কাণ্ড। ধসে গিয়েছে রাস্তা।
রবিবার রাতভর বৃষ্টিতে ভিজেছে বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। সোমেও বিরাম নেই। মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ ঝেপে বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরই মাঝে মুম্বইয়ে ভেঙে দু-ভাগ হয়ে গেল রাস্তা। এক নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে নভি মুম্বইয়ের ভাসি প্লাজা কমার্শিয়াল কমপ্লেক্স এলাকায় সাংঘাতিক কাণ্ড। ধসে গিয়েছে রাস্তা। ফাটল ধরে রাস্তার অনেকটা অংশ ধসে গিয়েছে। রাস্তার ওই অংশের উপর দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক, গাছপালাও ধসে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধারকাজ।
আরও পড়ুনঃ মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক, ম্যাঙ্গালুরুতে বন্যার আশঙ্কা, জারি রেড অ্যালার্ট
নভি মুম্বইয়ে রাস্তা ধসে ব্যাপক ক্ষয়ক্ষতিঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)