Merchant Navy Officer's Killer Beaten Video: নেভি অফিসারের খুনিদের বেধড়ক মারধর, সৌরভের খুনি স্ত্রীর প্রেমিককে অর্ধনগ্ন করে দিলেন আইনজীবীরা, দেখুন
মার্চেন্ট নেভি অফিসারের (Merchant Navy Officer Killed) খুনিদের বেধড়ক পেটালেন আইনজীবীরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে (Meerut) যে মার্চেন্ট নেভি অফিসারকে তাঁর স্ত্রী এবং প্রেমিক মিলে খুন করে, সেই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে চাঞ্চল্য। মার্চেন্ট নেভি অফিসারের খুনে অভিযুক্ত স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লকে বৃহস্পতিবার আদালত থেকে বের করতেই তাদের পেটানো শুরু করেন আইনজীবীরা। সাহিল শুক্লকে পুলিশের হাত থেকে ছিনিয়ে আইনজীবীরা মারধর শুরু করেন। এমনকী, পুলিশের ঘেরাটোপ থেকে সরিয়ে নিয়ে মুসকান রাস্তোগির প্রেমিককে পরপর কিল, চড়, ঘুঁষি মারা হয়। মারের চোটে সাহিলের গেজি, প্যান্ট ছিঁড়ে যায়। পুলিশ কোনওক্রমে আইনজীবীদের হাত থেকে সাহিলকে উদ্ধার করে প্রায় অর্ধনগ্ন অবস্থায় গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে সরে যায়। প্রসঙ্গত মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি। এরপর মুসকানের প্রেমিক সাহিল সৌরভের দেহ ১৫ টুকরোয় কেটে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট পেস্ট করে দেয়। যে .ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় জোর চর্চা।
মার্চেন্ট নেভি অফিসারের খুনিদের বেধড়ক মার...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)