Donald Trump: ট্রাম্প, কমলা হ্যারিসকে চিঠি রাহুল গান্ধীর, কী লিখলেন লোকসভার দলনেতা

একেবারে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে পরাস্ত করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের মসনদে চার বছর পর ফের বসছেন ট্রাম্প।

Rahul Gandhi. (Photo Credits: X)

একেবারে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে (US Pesident Elections 2024)  জিতেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কমলা হ্যারিসকে পরাস্ত করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের মসনদে চার বছর পর ফের বসছেন ট্রাম্প। শুধু টুইট নয়, সরাসরি চিঠি লিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান চরিত্রকর পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ডোনাল্ড ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানিয়ে রাহুল চিঠিতে লিখলেন,ভারত-মার্কিন সম্পর্ক মজুবত করার কথা। আর নির্বাচনে পরাস্ত কমলা হ্যারিস-কে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ভারত-মার্কিন সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য ধন্যবাদ জানালেন রাহুল। নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স প্ল্যাটফর্মে জয়ের শুভেচ্ছা জানানো পর এবার সরাসরি তাঁকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ট্রাম্পকে পাঠানো চিঠিতে রাহুল লিখলেন, "ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বন্ধুত্ব আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের শিকড় থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি আপনার নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্ক পারস্পরিক আগ্রহের জায়গায় আরও মজবুত হবে।"

অনুপ্রবেশ ইস্যু করে ভোটে জেতা ট্রাম্প সেখানকার ভারতীয়, ও গ্রিনকার্ডের র নিয়ে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

ট্রাম্পকে চিঠি রাহুলের

কমলা হ্যারিসকে চিঠি রাহুলের

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif