Gujarat: মোদী-শাহের রাজ্যে অনার কিলিং, ভিন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করার কারণে যুবককে হত্যা, গ্রেফতার ৬
গুজরাটে ভয়াবহ হত্যাকাণ্ড। ভালোবেসে বিয়ে করার কারণে মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে ভান্ডব থানা এলাকায় দুই তরুণ-তরুণী দেড় বছর আগে পালিয়ে বিয়ে করেন।
গুজরাটে (Gujarat) ভয়াবহ হত্যাকাণ্ড। ভালোবেসে বিয়ে করার কারণে মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে ভান্ডব থানা এলাকায় দুই তরুণ-তরুণী দেড় বছর আগে পালিয়ে বিয়ে করেন। দুই পরিবারই এই বিয়ে নিয়ে অখুশী থাকলেও সম্প্রতি তাঁদের মত বদলায়। এবং ছেলের বাড়ি থেকে বিয়েতে সম্মতি দিলে তাঁরা বাড়ি ফেরে। এরপর মেয়ের বাড়ির লোকেদের মত বদলাতে তাঁরা সেখানে হাজির হয়। আর তাঁরা যেতেই পরিস্থিতি বদলে যায়। যুবককে ঘিরে ধরে মারধর করতে থাকে তরুণীর পরিবার। এরমধ্যেই ধারালো ধাতব বস্তু দিয়ে তাঁকে গুরুতর আঘাত করা হয়। আর তারপরেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এই ঘটনার তদন্তে নেমে বুধবার পুলিশ তরুণীর পরিবারের ৬ সদস্যকে গ্রেফতার করে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)