PM Narendra Modi: কেরলে প্রধানমন্ত্রীর সফরে খুনের হুমকি দিয়ে বিজেপি দফতরে চিঠি

আগামী সোমবার দু দিনের কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

Photo Credits: ANI

আগামী সোমবার দু দিনের কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার আগে কেরলে বিজেপির রাজ্য দফতরে মোদীকে খুনের হুমকি চিঠি ফেলা হল। এর্নাকুলাম জেলার বাসিন্দা জোসেফ জনির নাম দিয়ে লেখা হুমকি চিঠিতে বলা হয়েছে, কেরলে প্রধানমন্ত্রী পা দিলেই তাঁকে খুন করা হবে। কেরল বিজেপির প্রধান কে.সুরেন্দ্রান এই হুমকি চিঠি পুলিশের কাছে জমা দিয়ে তদন্তের দাবি করেন।

জনি নামের সেই ব্যক্তিকে ধরেছে পুলিশ। তবে সেই ব্যক্তি জানান, তিনি এমন ধরনের কোনও চিঠিই লেখেননি। আরও পড়ুন- ফের দেশে করোনায় দৈনিক সংক্রমণ ১২ হাজার ছাড়াল, একদিনে মৃত ৪২

দেখুন টুইট