Rahul Gandhi: আড়াই হাজার কোটি খরচ করে মুখ্যমন্ত্রীর আসন কিনেছিল বিজেপি, কর্ণাটকে প্রচারে অভিযোগ রাহুলের

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে।

Photo Credits: ANI

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে। দক্ষিণের এই রাজ্যে এক জনসভায় রাহুল এদিন বললেন, "শেষবার কর্ণাটকে বিজেপি যে সরকার গড়েছিল, তার সবটাই ছিল মোটা অর্থ খরচ করে বিধায়কদের কিনে। এক বিজেপি বিধায়কই বলেছিলেন, আড়াই হাজার কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর সিংহাসন কেনা যায়। আসলে বিজেপির পছন্দের হল ৪০ নম্বর সংখ্যা। এখানে ওরা সব কিছুতে ৪০ শতাংশ কমিশন নিয়েছে। তাই এবার রাজ্যে ওদের (বিজেপিকে) ৪০টা আসনে জেতান।"

বিজেপিতে টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়া জগদীশ সেত্তারকে নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য, " উনি দুর্নীতি করেননি, কমিশন নিতে রাজি হননি, তাই ওনাকে টিকিট দেয়নি বিজেপি।"আরও পড়ুন-ধর্ষিতা নাবালিকার বয়স জানতে আধার কোনও প্রমাণ নয়, বলছে মধ্যপ্রদেশ হাইকোর্ট

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now