Indian Migrants Returns From US: বিপদসঙ্কুল পানামার জঙ্গল পার করে কীভাবে আমেরিকায় প্রবেশ চলে, দেখুন সেই 'ডাঙ্কি রুটের' ঝলক

Dunki Route (Photo Credit: X/Screengrab)

জীবন বাজি রেখে কীভাবে বেশ কিছু ভারতীয় ( Indian) আমেরিকায় (US) যান, সেই ভিডিয়ো (Video) এবার প্রকাশ্যে এল। সম্প্রতি ১০৪ জন ভারতীয়কে সেনা বিমানে করে অমৃতসরে নামায় মার্কিন সেনা বিমান। যে ১০৪ জনকে মার্কিন সেনা বিমান অমৃতসরে নামায়, তাঁদের মধ্যে ছিলেন আকাশ নামে হরিয়ানার (Haryana) এক যুবক। আমেরিকায় যাওয়ার জন্য ডাঙ্কি রুট ধরে আকাশরা যেভাবে জঙ্গল, জল পার করেন, সেই ছবি উঠে এল। আকাশ যখন পানামার জঙ্গলে ছিলেন,সেই সময় তিনি একটি ভিডিয়ো শ্যুট করেন। কীভাবে পানামার জঙ্গল পার করে অভিবাসীরা আমেরিকায় প্রবেশ করে,সেই চিত্র মোবাইলে রেকর্ড করে পরিবারকে পাঠান আকাশ। হরিয়ানার আকাশ ভারতে ফেরার পর এবার সেই  পানামার জঙ্গলের 'ডাঙ্কি' (Dunki) রুট প্রকাশ্যে আসে। প্রায় ৭২ লক্ষ টাকা খরচ করে আকাশ আমেরিকার উদ্দেশ রওনা দেন। তবে সোজা পথে নয়, ডাঙ্কি রুট ধরে। গত ২৬ জানুয়ারি আকাশ আমেরিকায় পৌঁছন। আমেরিকায় পৌঁছনোর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ গত ৫ ফেব্রুয়ারি তাঁকে ভারতে ফিরতে হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ১০৪ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়, তাঁদের মধ্যে ছিলেন হরিয়ানার আকাশ।

আরও পড়ুন: Indian Migrants Returns From US: কানাডায় যাওয়া হয়নি, এজেন্টের ভুলে মেক্সিকোতে, মাফিয়ার হাতে পড়ে ৫০ লক্ষ খুইয়ে হাতকড়া পরে দেশে ফিরলেন হরপ্রীত

দেখুন ভয়াবহ পানামার জঙ্গল পার করে আকাশরা কীভাবে আমেরিকায় প্রবেশ করেন...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement