Gujarat: প্রত্নতাত্বিক গবেষণা করে গিয়ে নামল ধস, মাটিতে চাপা পড়ে মৃত্যু আআইটি দিল্লির গবেষকের, আহত ৩

হরপ্পা সভ্যতা নিয়ে প্রত্নতাত্বিক গবেষণা করতে গিয়ে বিপত্তি। মাটির ধস নেমে মৃত্যু হল আইআইটি দিল্লির এক গবেষকে। আহত আরও তিনজন।

জানা যাচ্ছে, গবেষণার কারণে বুধবার একটি গুজরাটের লোথাল (Lothal) এলাকায় প্রত্নতাত্বিক ক্ষেত্রে অবস্থিত একটি গুহার মধ্যে ঢুকেছিলেন চারজন। সেখানেই আচমকা ওপরের অংশের মাটি ভেঙে পড়ে তাঁদের ওপর। আর এই দুর্ঘটনায় বছর ২৩-এর সুরভী ভার্মার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল এসে তাঁকে ও বাকি তিন গবেষকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সুরভীকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের জানা গিয়েছে, মৃত ছাত্রী ও আরেকজন ছাত্র ছিলেন আইআইটি দিল্লির গবেষক ও বাকি দুজন ছিলে আইআইটি গাঁধীনগরের গবেষক।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)