Noida Twin Towers Demolition: সরাসরি কীভাবে দেখবেন নয়ডার সুপারটেক টুইন টাওয়ারের ধ্বংস

আজ, রবিবার ভারতীয় সময় দুপুর আড়াইটে-তে বিস্ফোরণ (Blast) ঘটিয়ে ভেঙে ফেলা হবে নয়ডার সুপারটেক টুইন টাওয়ার

আজ, রবিবার ভারতীয় সময় দুপুর আড়াইটে-তে বিস্ফোরণ (Blast) ঘটিয়ে ভেঙে ফেলা হবে নয়ডার সুপারটেক টুইন টাওয়ার (Supertech Twin Tower)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ভাঙা হচ্ছে টুইন টাওয়ার। এই জোড়া বহুতলের একটির নাম অ্যাপেক্স। উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে। তার উচ্চতা ৯৭ মিটার। এই যমজ টাওয়ার কুতুব মিনারের চেয়েও লম্বা। মাত্র ৯ সেকেন্ডে ভাঙা হবে এই টুইন টাওয়ার।

৩৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। ইন্ডিয়া টুডে, টাইমস নাও, এবিপি নিউজ সহ দেশের সব নিউজ চ্যানেলেই সরাসরি সম্প্রচার করা হবে এই ভিডিও। এইসন চ্যানেলের ইউ টিউব-এও সরাসরি দেখা যাবে ভিডিওটি। আরও পড়ুন-হোস্টেলের ঘরে দলবদ্ধভাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখা যাবে না, পড়ুয়াদের নির্দেশ দিল শ্রীনগরের কলেজ

দেখুন টুইট