Himachal Pradesh: হিমাচলে আরও একটা আসন বাড়তে পারে কংগ্রেসের!

বিজেপির জোরদার হাইপ্রোফাইল প্রচারের পরেও পদ্ম শিবিরকে উড়িয়ে হিমাচল প্রদেশে ক্ষমতায় এসেছে কংগ্রেস।

Congress, BJP Flag Merge (Photo Credit: File Photo)

বিজেপির জোরদার হাইপ্রোফাইল প্রচারের পরেও পদ্ম শিবিরকে উড়িয়ে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress)। হিমাচলে ৬৮টি-র মধ্যে ৪০টি বিধানসভা আসন জেতে কংগ্রেস। সেখানে বিজেপি (BJP) পায় ২৫টি, নির্দল প্রার্থীরা জেতেন ৩টি-তে।

এবার বিলাসপুর (সংক্ষরিত) বিধানসভায় পরাজিত কংগ্রেস প্রার্থী বুম্বের ঠাকুর ফলাফলকে চ্য়ালেঞ্জ করে আদালতে গেলেন। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বুম্বের ঠাকুর হারেন মাত্র ২৭৬ ভোটে। সেখানে ৪৭০টি পোস্টাল ভোট গণনার সময় বাতিল করা হয়। আদালতের কাছে বুম্বেরের দাবি বাতিল হওয়া পোস্টাল ভোটের বেশিরভাগটাই কংগ্রেস পাওয়ায় অবৈধভাবে বাতিল করা হয়েছে। আরও পড়ুন- তৎপরতার ফল! অপহৃত যুবতীকে উদ্ধারের পাশাপাশি ৮ জনকে গ্রেফতার করল পুলিশ

দেখুন টুইট