Hathras Stampede: ভোলে বাবা সৎসঙ্গে মৃত্যু মিছিল, হাথরসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর স্থানে অদ্ভুদ নীরবতা

Hathras Stampede (Photo Credit: ANI/Twitter)

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে (Hathras) ভোলে বাবার সৎসঙ্গে পরপর ১২১ জনের মৃত্যুর পর থেকে গোটা দেশ জুড়ে শোরগোল ছড়ায়। সৎসঙ্গে ভোলে বাবা ওরফে নারায়ণ শঙ্কর হরির প্রবচন শেষ হলে, তাঁকে ছুঁতে গিয়ে একের পর এক ভক্ত অন্যজনের কাধে উঠতে শুরু করেন। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। হাথরসে যেখানে ভোলে বাবার অনুষ্ঠান হয়, সেখানে অদ্ভুদ নীরবতা বিরাজ করছে। চারপাশে কোনও কাক, পক্ষীরও দেখা মিলেছ না। পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর পর এবং হাথরস থেকে এমনই ছবি উঠে আসে।

আরও পড়ুন: Hathras Stampede: হাথরসে মৃত্যু মিছিল, সৎসঙ্গের স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্থার অভিযোগ

দেখুন ভিডিয়ো...