Gujarat Train Derailment: সুরাটে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, আতঙ্কে যাত্রীরা

চাকা লাইনচ্যুত হতেই ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক। বেলাইন হওয়া কোচ যতই যাত্রী শূন্য হোক না কেন বাকি ট্রেন কামরার যাত্রীদের মধ্যে ঘটনার জেরে বেশ আতঙ্ক তৈরি হয়েছে।

Gujarat Train Derailment (Photo Credits: X)

Gujarat Train Derailment: গুজরাটে লাইনচ্যুত হল এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সুরাটের কিম শহরে কুদসাদ রোড এলাকায় আহমেদাবাদ-রাজকোট লাইনের কাছে কিম স্টেশনে বেলাইন হয় দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস। স্টেশন থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ মধ্যেই লাইনচ্যুত হয়েছে ইঞ্জিনের পাশের যাত্রীশূন্য কোচটি। ১৯০১৫ দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেসের ভিপিইউ কোচের চারটি চাকা লাইন থেকে বেরিয় যায়। চাকা লাইনচ্যুত হতেই ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক। বেলাইন হওয়া কোচ যতই যাত্রী শূন্য হোক না কেন বাকি ট্রেন কামরার যাত্রীদের মধ্যে ঘটনার জেরে বেশ আতঙ্ক তৈরি হয়েছে। এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রেলকর্মীরা। চাকা উদ্ধার করে ট্রেনটি পুনরায় সচল করার প্রক্রিয়া চলছে।

গুজরাটে লাইনচ্যুত হল মালগাড়ি...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)