RBI: প্রয়াত রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমানন

শনিবার প্রয়াত হলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমানন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। অসুস্থতাজনিত কারণে মৃত আরবিআইয়ের অষ্টাদশ গভর্নর ভেঙ্কিটারমাননের দুটি মেয়ে রয়েছে। তাঁরা নাম হল গিরিজা ও সুধা।

প্রতীকী ছবি (Photo Credit- PTI)

শনিবার প্রয়াত হলেন (Passed away) ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর (Former Reserve Bank of India) এস ভেঙ্কিটারমানন (S Venkitaramanan)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। অসুস্থতাজনিত কারণে মৃত আরবিআইয়ের অষ্টাদশ গভর্নর (18th RBI Governor) ভেঙ্কিটারমাননের দুটি মেয়ে রয়েছে। তাঁরা নাম হল গিরিজা ও সুধা।

১৯৯০ থেকে ৯২ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের অষ্টাদশ গভর্নর হিসেবে ২ বছরের জন্য দায়িত্ব সামলেছেন ভেঙ্কিটারমানন। তার আগে ১৯৮৫ থেকে ৮৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থ সচিব (Finance Secretary) হিসেবে কাজ করেছিলেন তিনি। আরও পড়ুন: Mobile Game Addiction: অনলাইন গেমের নেশায় বুঁদ, বাবা ফোন কেড়ে নিতেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ল ছেলে

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif