Parliament Security Breach Case: লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনকারী চার ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজত

বুধবার লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন করার ঘটনায় গ্রেফতার হওয়া চারজনকে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়। সেখানে দিল্লি পুলিশের তরফে অভিযুক্তদের ১৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়।

প্রতীকী ছবি

বুধবার লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন (Parliament security breach matter) করার ঘটনায় গ্রেফতার হওয়া চারজনকে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়। সেখানে দিল্লি পুলিশের তরফে অভিযুক্তদের ১৫ দিনের জন্য পুলিশি হেফাজতে (police custody) পাঠানোর আবেদন জানানো হয়। তবে আদালত (Delhi Court) ধৃতদের সাত দিনের জন্য দিল্লি পুলিশের স্পেশাল সেলের হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এপ্রসঙ্গে দিল্লি পুলিশের আইনজীবী অতুল শ্রীবাস্তব বলেন, "আমরা ১৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানিয়ে ছিলাম। আদালত বিচার বিবেচনা করে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।" আরও পড়ুন: Derek O'Brien: বরখাস্ত হওয়ার জের, দেখুন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের সংসদ চত্বরে 'নীরব প্রতিবাদ'-এর ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: