Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউম আসছে, প্রবল গর্জনে ফুঁসছে সমুদ্র

Rough Sea In Andhra Pradesh (Photo Credit: ANI/Twitter)

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউম ( Michaung)। অন্ধ্রের বাপাটলা জেলার নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। যার জেরে বাপাটলায় কার্যত ভয়াবহ রূপ নিল সমুদ্র। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় যত এগোচ্ছে, তত গর্জন বাড়ছে সমুদ্রের বাপাটলায় ফুঁসতে শুরু করেছে সমুদ্র। যে ছবি উঠে আসতেই আতঙ্কে অন্ধ্র উপকূলের মানুষ।

আরও পড়ুন: Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়বে আজই, আতঙ্ক অন্ধ্রে; চেন্নাইতে মৃত ৮

দেখুন ভিডিয়ো...

 

চেন্নাই-সহ (Chennai)   গোটা তামিলনাড়ুতে মিগজাউমের প্রভাবে বৃষ্টিতে ৮ জনের মৃত্যুর খবর মেলে। চেন্নাই-সহ তামিলনাড়ুকে ভাসিয়ে এবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম। যার জেরে অন্ধ্র উপকূলের মানুষকে নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে প্রশাসনের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।