Cyclone Michaung: রাস্তা ভাসছে, নৌকা চলছে চেন্নাইতে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণের শহর
ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউমের (Michaung) প্রভাবে বিপর্যয়ের মুখে চেন্নাইয়ের (Chennai) মানুষ। চেন্নাই-সহ গোটা তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় মিগজাউমের প্রভাবে এক নাগাড়ে অতি বৃষ্টি শুরু হয়। যার জেরে চেন্নাইতে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। কোথাও হাটু সমান জল আবার কোথাও বুক সমান জল জমে যায়। যার জেরে নৌকা নিয়ে বের হতে হচ্ছে মানুষকে। নৌকায় করে বাড়ির বাইরে বের হতে হচ্ছে চেন্নাইয়ের মানুষকে।
আরও পড়ুন: Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়বে আজই, আতঙ্ক অন্ধ্রে; চেন্নাইতে মৃত ৮
দেখুন ভিডিয়ো...
চেন্নাই-সহ তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতি তৈরি করে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রের বাপাটলা জেলার নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। ফলে মঙ্গলবার সকাল থেকেই প্রবল গর্জনে ফুঁসতে শুরু করেছে সমুদ্র।
দেখুন ভিডিয়ো...