52 Lac Sim Deactivated By Modi Govt: '৫২ লক্ষ ভুয়ো ফোনের কানেকশন বন্ধ করেছে সরকার', ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য

সঞ্চার সাথী পোর্টাল চালু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার ৫২ লক্ষ ফোনের কানেকশনকে ভুয়ো বলে শনাক্ত করে সেগুলি বন্ধ করেছে বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Photo Credits: PTI & Pixabay

সঞ্চার সাথী পোর্টাল (Sanchar Saathi portal) চালু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার (Central Government) ৫২ লক্ষ ফোনের কানেকশনকে (mobile Phone connections) ভুয়ো (fraudulently obtained) বলে শনাক্ত করে সেগুলি বন্ধ করেছে (deactivated) বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union minister Ashwini Vaishnaw)।

সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে কেন্দ্রীয় অশ্বিনী বৈষ্ণব বলেন, "সঞ্চার সাথী পোর্টাল চালু হওয়ার পর থেকে আমরা ৫২ লক্ষ ভুয়ো কানেকশন শনাক্ত করে সেগুলি বন্ধ করেছি। এর পাশাপাশি মোবাইল ফোনের সিম বিক্রিকারী (mobile SIM card) ৬৭ হাজার ডিলারকে (dealers) কালো তালিকাভুক্তও (blacklisted) করেছি।" আরও পড়ুন: Chandrayaan 3 Mission Update: ইতিহাস তৈরি করতে চলেছে চন্দ্রযান-৩, সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা হল বিক্রম ল্যান্ডার (দেখুন টুইট)

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now