Amarnath Yatra Buses Collide: অমরনাথ যাত্রার শুরুতেই দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাসের কনভয়ে ধাক্কা, আহত ৩৬ তীর্থযাত্রী
অমরনাথ যাত্রার (Amarnath Yatra) শুরুতেই দুর্ঘটনা। তীর্থযাত্রী বহনকারী বাসের কনভয়ে ঘটে গেল দুর্ঘটনা। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন তীর্থযাত্রী। শনিবার সকালে জম্মু কাশ্মীরের রামবান জেলার (Ramban) চান্দেরকোট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, চান্দেরকোটের একটি নির্দিষ্ট স্থানে সকালের জলখাবারের জন্যে দাঁড় করানো হয়েছিল পুণ্যার্থিদের বাস। পরপর সারি দিয়ে দাঁড়িয়ে ছিল কয়েকটি বাস। এমন সময়ে পিছন থেকে আর একটি বাস এসে কনভয়ে ধাক্কা মারে। যার ফলে দুর্ঘটনাটি ঘটে। পিছনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারায় ফলে সময়মতো থামাতে ব্যর্থ হয় বলেই দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানাচ্ছেন রামবানের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কুলবীর সিং। আহতদের রামবান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ৩ জুলাই, বৃহস্পতিবার থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বিয়ে করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, হবু বর-সহ ৮ জনের মৃত্যু
অমরনাথ যাত্রার পথে দুর্ঘটনাঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)